fiqhus sunnah-min

ফিকহুস সুন্নাহ ১,২,৩ – Fiqhus Sunnah – সাইয়েদ সাবেক – Saiyed Sabek – ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

ফিকহুস সুন্নাহ ১,২,৩ – Fiqhus Sunnah – সাইয়েদ সাবেক – Saiyed Sabek – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

ফিকহুস সুন্নাহ ১,২,৩ – Fiqhus Sunnah – বইটির এক ঝলকঃ

তারপর যখন চার ঘাষহাবের ইমামদের আবির্ভাব ঘটে, তাঁরা তদের পূর্ববর্তীদের রীতি অনুসরণ করেন। তৰে তাদের মধ্যে একটি গোষ্ঠী রসূলের সুন্রাহর অধিকতর নিকটবর্তী ছিলেন। যেমন হিজাববাসীগণ, বদের মধ্যে বসূলের সুন্নহে ও সাহাবিদের অ’ছার (উক্তি) বহনকারীদের সংখ্যা অপেক্ষাকৃত বেশি ছিলো । অপর গোষ্ঠী নিজেদের বিচারবুদ্ধির অধিকতর কাজে লাগিয়েছেন, যেমন ইরাকবাসীদের মধ্যে হাদিসের হাফেযের সংখ্যা অপেক্ষাকৃত কম ছিলো । অছি লািলের স্থাম থেকে তাদের আবাসভূমির দূরতূই ছিলে! এর কারণ ।

এই ইমামগণ জনগণকে ইসলামের জ্ঞানে সমৃদ্ধ করতে ও ইসলামের পথে পরিচালিত করতে যথাসাধা চেষ্টা করেন। তারা জনগণকে ভাদের দ্ধ অনুঝয়ণ করতে নিষেধ করতেন এবং বলতেন : আমাদের সতের সপক্ষে আমরা যে প্রমাণ দর্শাই ভা লা জেনে আমাদের মত খ্রহণ করা ও তদনুসারে বক্তব্য প্রদান করা কারো জন্য বৈধ নয়। তারা হ্যর্থহীন ভাষার বলেছেন, সহীহ হাদিসই তাদের মাযহাব : পাপমুক্ত ও ভূলক্রটিমুক্ত রসূলের ন্যায় তাদেরকেও চোখ বুঝে অনুসরণ করা হোক- এটা ভারা চাইতেননা। মানুষকে আল্লাহর হুকুম বুঝতে সাহাষ্য করাই ছিলো তাদের একযাশ্র লক্ষ্য :

কিন্তু পরবতীকালে মানুষের মনোবল নিস্তেজ ও সংকল্প দুর্বল হয়ে পড়ায় ভাদের মধ্যে অন্ধ অনুকরণের প্রবণতা মাথা চাড়া দিয়ে ওঠে! এর ফলে তাদের প্রতিটি গোষ্ঠী একটা নির্দিষ্ট মাযহাব নিয়ে সন্তুষ্ট হর । সেই মাবহাবের মধ্যেই তাদের চিন্তা গবেষণা ও ঘ্যান জ্ঞান সীমিত হয়ে পড়ে । তার উপরই তারা নির্ভরশীল হয়ে পড়ে। তার গোড়া সমর্থকে পরিণত হয়। তার সমর্থন ও সহায়তায় সর্বশক্তি তারা নিয়োগ করে। নিজেদের ইমামের উক্তিকে আল্লাহ ও রসূলের উক্তির সমান মর্যাদা দেয়! তাদের ইমামের মতের বিপরীতে কোনো ফতোত্লা দেয়াও এই গোষ্ঠীর কোনো আলেম বৈধ মনে করেনা । নিজ নিজ মাবহাবের ইমামের প্রতি অক্ষ ভক্তির মাত্রা এতোদূর বেড়ে বায় যে, কারী বলেন ; “আমাদের ইমামদের মতের বিরুদ্ধে যায় এমন আয়াত বা হাদিস মাত্রই হয় ব্যাখ্যা সাপেক্ষ নচেত্র রহিত ।”

মাযহাবের অন্ধ জনুকরণ ও গোঁড়া পক্ষপাতিত্বের দরুন মুসলমানদের কিছু কিছু গোষ্ঠী কুরআন ও সুন্নাহর হেদায়াত থেফে বঞ্চিত হতে আরঙ কয়ে। ই্জতিহাদের লয়লা বন্ধ হয়ে গেছে- এই মর্মে শুজ্জন শুরু হয়ে ঘায়। ফকীহরা যা বলেন, ভাই হয়ে দীড়ায় শরিয়ত । ফকীহদের বক্তব্য ও মতামতের মধ্যেই শরীয়া সীমাবদ্ধ হয়ে পড়ে । ফকীহদের মত থেকে যে-ই ভিন্ন যত অবলস্নন করে ডাকে বিদ’আত্তী আখ্যায়িত কর” হয়। তার মত অধ্রহণঘোগ্য ও ভার ফতোয়া অনির্ভরযোগ্য গণ্য করা হয়।

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ! 


Download pdf 1st part


Download pdf 2nd part


Download pdf 3rd part

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।

বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।