ইসলামী ইবাদতের মর্মকথা – Islami Ebadoter Mormokotha – সাইয়েদ আবুল আ’লা মওদূদী – Syed Abul Ala Maududi – আবদুল আযীয – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library
মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –
পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)
তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন!
2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!
ইসলামী ইবাদতের মর্মকথা – Islami Ebadoter Mormokotha – বইটির এক ঝলকঃ
“
স্বীয় ক্ষমতা ও শক্তি সামর্থ আসল হুকুষদাতার বিধান ও মর্জি অনুযারী প্রয্লোগ করা । যে বান্দাহ পার্থিব জীবনে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য
সম্পাদনে ষতোবেশি তৎপর ও অধ্যবসায়ী হবে, নিজের ক্ষমতা প্রয়োগে ষতোবেশি নিষ্ঠা ও আনুগত্যের সাথে স্বীয় মনিবের আইন কানুন অনুসরণ করবে, তভোবেশি সে সফলকাম হবে। অর্পিত দায়িত্ব পালনের সমরসীমা পার হওয়ার পর যখন সে মনিবের দরবারে হিসাব নিকাশের জন্যে হাজির হবে, তখন তার ইহলৌকিক জীবনের কর্মতৎপরতার মাধ্যমে নিজেকে একজন কর্তব্যপরায়ণ, অনুগত ও ফরমাবরদার, বান্দাহ হিসেবে প্রমাণ করতে পারে কিনা, তার ওপরই তার ভবিষ্যভ উন্নতি নির্ভরশীল । পক্ষান্তব্রে সে যদি প্রমাণ করে যে, সে অলস, কর্মবিমুখ, দারিত্ববোধহীন অথবা বিদ্রোহী ও অবাধ্য ছিলো, বে তার উন্নতি ও সাফল্য সুদূরপরাহত ।
এই দৃষ্টিভঙ্গি অনুসারে শুরুতে বর্ণিত ইবাদতের দু’টি ধারণাই তুল । যে ব্যক্তি নিজ্জের সস জীবনের কিছুমাত্র সময় জাল্াহর উপাসনার জন্যে আলাদা করে এই সামান্য সময্নের মধ্যে ইবাদতের কতিপয় বিশেষ রসম ও রেওয়ায আদায়পূর্বক মনে করে ‘আমি আল্লাহর হক আদায় করেছি, এবার আমি মুক্ত এখন আমার জীবনের যাবতীয় আচার অনুষ্ঠান যেতাবে খুশী সম্পর করবো ।’ ভার যথার্থ স্বরূপ একটি উদাহরণের মাধ্যমে পেশ করা যাতর। যেমন, আপনি একজন চাকরকে র্লাতদিন ২৪ ঘস্টার জন্যে নিয়োগ করলেন, তাকে পুরো মাহিনা দিয়ে লালন করে যাচ্ছেন। এদিকে চাকরটি সকাল সন্ধ্যায় এসে আপনাকে নতশিরে কুর্নিশ করে যায়, তারপর বথাইচ্ছা বেখানে সেখানে ঘোরা ফেনা করে, অথবা যার ইচ্ছা তার ভূত্যগিরি করে। অনুরূপভাবে যে ব্যক্তি দুনিয়া ও দুনিয়ার বাবতীর কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এক কোণে গিয়ে বসে নামা পড়া, রোবা রাখা,কুরআন তিলাওয়াভ ও তাসবীহ পড়ায় নিজের সমস্ত সময় ব্যয় করে, ভারউদাহরণ সেই লোকটির মতো, যাকে আপনি বাগানের রক্ষণাবেক্ষণের জন্যে নিয়োগ করলেন, কিন্তু লোকটি বাগানের দেখাশুনা ছেড়ে দিয়ে আপনার সামনে সব সময় হাত জোর করে দীঁড়িয়ে থাকে। সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ‘মনিৰ মনিব’ বুলি জপতে থাকে । উদ্যানের কাজ সম্পর্কে আপনি তাকে বে নির্দেশ দিয়েছেন, সেটাকে সে অত্যন্ত মধুর সূরে এবং সঠিক উচ্চারণসহ কেবল আবৃত্তিই করতে থাকে। আপনার নির্দেশ অনুযায়ী বাগানের উন্নতি ও শোভা বর্ধনের কোনো কাজই করেনা । এমন ভূত্য সম্পর্কে আপনি যাকিছু অভিমত পোষণ করবেন, এঁ ধরনের ইবাদতকারীদের সম্পর্কে ইসলামের অভিমত হুবছ তদ্রুপ । এমন
…
উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।
লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্। ধন্যবাদ!
প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com
আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।
বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!