বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান – আবদুলহামিদ আহমদ আবুসুলাইমান ড. জেফরি লাং ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান – আবদুলহামিদ আহমদ আবুসুলাইমান ড. জেফরি লাং রচিত এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

বইটির এক ঝলকঃ

“দারাবার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা এসেছে। ইবনে আব্বাস দারাবার ব্যাখ্যা
করেছেন “মিসওয়াক বা মিসওয়াকের ন্যায় কোন কিছুর (যেমন টুত্বাশ বা
পেন্সিলের) হালকা আঘাত” ।

অন্যদিকে কিছু ইসলামী আইনবিদ ফতোয়া দিয়েছেন যে, “বিশটি বা চল্লিশটির বেশী
আঘাত করা (পিটালো) যাবে না”।

অনেকে বলেছেন শুধু মাত্র মেরে ফেলা বা আহত করা ছাড়া সবই সিদ্ধ (৯/০10109
and murder) |

যদি আমরা দারাবার ব্যাব্যা মিসওয়াক বা মিসওয়াকের ন্যায় কোন কিছুর (যেমন
Peart a পেঙ্গিল) হালকা আঘাত হিসেবে নেই যেমনটি ইবনে আব্বাস নিয়েছেন,
তবে এই ব্যাখ্যাটি দ্বারা “শাস্তি প্রদান’ কে বোঝায় না। বরঞ্চ এরূপ হালকা আঘাত [যা
কোন ব্যাথা বা আতঙ্কের সৃষ্টি করে না] স্ত্রীর প্রতি স্বামীর অসম্ভোষ ও হতাশা
বোঝানোর একটি বাহক প্রকাশ মাত্র। স্পর্শ বা জড়িয়ে ধরা দ্বারা যেমন সম্পর্কের
উষ্ণতার বহিঃপ্রকাশ হয়, তেমনি. এরূপ হালকা আঘাত দ্বারা অবহেলা ও বিরক্তির
বহিঃপ্রকাশ ঘটে । যেহেতু পিটানো বা শাস্তি প্রদানের সঙ্গে নির্যাতন ও কষ্ট জড়িত,
আর হালকা মিসওয়াক জাতীয় জিনিসের আঘাতে এসবকিছু অনুশস্থিত, তাই এই
ব্যাখ্যাটি ইসলামের মূল শ্পিরিটের দৃষ্টিকোণ থেকে অন্য ব্যাখ্যা দ্‌*টি অপেক্ষা বেশী
যুক্তিসঙ্গত ও বেশী গ্রহণযোগ্য

অন্যদিকে কিছু ইসলামি আইনবিদ যারা ফতোয়া দিয়েছেন যে, “বিশটি বা চক্লিশটির
বেশী আঘাত করা যাবে না” তারা ইবনে আব্বাসের মত এ বিষয়টিতে গভীর চিস্তার
স্বাক্ষর রাখেননি । দারাবা শাস্তি প্রদানের মাধ্যম নাকি অসন্তোষ প্রকাশের মাধ্যম সেটি
তারা বিবেচনায় আনেননি, এ আয়াতটি দ্বারা আল্লাহ স্বামীকে স্ত্রী নির্যাতন বা স্ত্রীকে
কষ্টদানের অনুমোদন দিয়েছেন, নাকি স্বামীর অসস্তোষের সুষ্ঠু বহিঃপ্রকাশের মাধ্যমে
স্ত্রীকে সাবধান করার যুক্তিসঙ্গত পদ্থা বাতলে দিয়েছেন, সেটি তারা খুঁজে দেখেননি ।
তারা এমনকি এই আঘাতের সীমা কতটুকু হবে তাও নির্ধারণ করেননি। শরীরের
কোন কোন অঙ্গে আঘাত করা যাবে বা যাবে না, হাড় ভাঙ্গা যাবে কি যাবে না,
এমনকি এ আঘাত সহ্য করার জীবনী শক্তি তার আছে কি না, সে সম্পর্কে তারা
কোনই নির্দেশনা দেননি। কাজেই বোঝা যাচ্ছে, ইবনে আব্বাসের ব্যাখ্যা অনেক বেশী
যুক্তিসঙ্গত ও চিন্তাশীল কিন্তু তারপরও দেখা গেছে ইবনে আব্বাসের ব্যাখ্যাতেও
একটি ভুল বোঝাবুঝির সুযোগ রয়ে গেছে, যার কারণে অতীতে এবং বর্তমানেও এই
ব্যাখ্যার সুযোগ গ্রহণ করে অনেক নিষতিনকারী স্বামী তাদের অন্যায় আচরণের পক্ষে
যুক্তি পেশ করে । তারা টুধ্ব্রাশ বা এর মত ছোট কিছুর শর্তটিকে গায়েব করে দিয়ে
আঘাত করা যাবে এটুকুকেই মাথায় ও মগজে গেথে নেয়। কাজেই দারাবার ব্যাখ্যায়
এমন কোন সুযোগ রাখা ঠিক নয় যাতে দারাবার ভুল অর্থ গ্রহণ সম্ভব হয়, এর

 

 

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ‘Download Anyway’ তে ক্লিক করবেন [যদি আসে, সাধারণত ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ!]। ধন্যবাদ!


download

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।