ahle bait-min

বিশ্ব নবীর পরিবার বা আহলে বাইত – নাসির হেলাল ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

বিশ্ব নবীর পরিবার বা আহলে বাইত – নাসির হেলাল – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

বিশ্ব নবীর পরিবার – বইটির এক ঝলকঃ

“তার নাম “খাদীজা”, ডাক নাম ‘উম্মু হিন্দ’, উপাধি “তাহিরা’ অর্থাৎ পৃণ্যবততী নারী নবী করীম (সা.)-এর প্রথমা স্ত্রী, প্রথম মুসলমান উম্মুল মু’্রীনীনদের প্রধান হযরত খাদীজাতুল কুবরা রো.) হস্তী বছরের ১৫ বছর পূর্বে মক্কায় জনাঘহণ করেন। আব্বার নাম খুওয়ালিদ ইবনে আসাদ ইবনে আবদুল ওয়যা ইবনে কুসাই, মায়ের মাম ফাতিমা বিনতু যায়িদাহ। আর নানা ছিলেন আসাম ইবনে হারাম ইবনে ওয়াহা ইযনে হাজার ইবনে আব্দ ইবনে মাহীছ ইবনে আমের। উল্ত্খ্যু বে কয়েক পুরচ্ষ ওপরে গিয়ে খাদীজা (পরো.)-র পিতৃকৃল ও মাতৃকৃল এক ছিল । অর্থাৎ তার উর্ধতিন পঞ্চম পুরুষ এবং নবী করীম (সা.)-এর উর্ধতিন পঞ্চম পুরুষ এফই বাতি ছিলেন। এই ব্যক্তির নাম ছিল কুসাই। তাহলে বোঝা গেল হবরত খাদীজা বিনতু খুওয়ালিদ (রা.) ছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কোরাইশ বংশের পৃত পবিত্র সস্তান। হযরত খাদীজা (রা.) নিজেই তৎকালীন আরবে অত্ন্ত মর্ষাসা সম্পন্না ও সম্থানিতা একজন মহিলা হিসেবে ব্যাপকভাবে পরিচিতা ছিলেন । সেই জাহেলী যুগেও তার পৃত পবিব চরিত্রের জন্য তিনি ‘তাহিরা’ উপাধিতে ভূবিতা হন। ইনিই সেই সন্ধানিতা মহিলা ধিনি নবী নন্দিনী হযরত ফাতিমাতু জোহরার মা, ইনিই হাসান ও হোসাইন রো.)-এর নানি এবং আরবের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী!

হযরত খাদীজা (রা.)-র বাল্যকাল সন্বন্ধে তেমন কিছুই জানা যায় লা। তবে রসূল সো.)-এর সাথে বিরে হবার আগে তার আরও দু’বার বিয়ে হয়েছিল । এরও আগে খাদীজা (রা.)-র আব্বা খুওয়ালিদ তাকে বিয়ে দেয়ার জন্য সেই সময়ের বিশিষ্ট তাওরাত ও ইনজীল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নাওফিলের সাথে সহন্ধ ঠিক করেন। ওয়ারাকা খাদীজার চাচাত ভাই ছিলেন। কিন্তু যে কোন কারণেই হোক সে বিয়ে হয়নি) পরে আবূ হালা ইবনে যাররাহ আত-তানীমীর সাথে তার প্রথম বিয়ে হয়। এ স্বামীর রসে তার গর্তে দু’জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ধাদের নাম ছিল হালা ও হিন্দ। রসূল (সা) নবুয়াত প্রান্তির পর এ দু’জনই ইসলাম কবুল করেন এবং সন্থানিত সাহাবা হওয়ার গৌরব অর্জন করেন। কিনতু তাদের পিতা আব হালা ইবনে যাররাহু সেই যাহেলী যুগেই ইন্তেকাল করেন। …

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।