সাবাস প্রফেসর শঙ্কু – সত্যজিৎ রায়/Satyajit Ray – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library
মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –
পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)
তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন!
2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!
সাবাস প্রফেসর শঙ্কু – বইটির এক ঝলকঃ
“অনেকে বলেন যে, স্বপ্নে নাকি আমরা সাদা আর কালো! ছাড়া অন্য কোনও রং দেখি মা আমার বিশ্বাস আসল ব্যাপারটা এই যে, বেশিরভাগ সময় স্বপ্মের ঘটনটিইি কেবল আমাদের মনে থাকে ; রং দেখেছি কি না দেখেছি, সেটা আমরা খেয়ালই করি না! যোট কাকা তে আমি এমন একটা ঝলমলে রহ বা দেখেছি যে সেটির কথা না লিখে
না।
দেখলাম আমি একটা অস্ভৃত জায়গায় গিয়ে পড়েছি । সেখানে দ্বরবাড়ি লোকজন কিছুই নেই__জাছে শুধু গাছপালা আর বনজঙ্গল। এইসব গাছপালার একটিও আমার চেনা লয়। এদের রংও ভারী অস্বাভাবিক । সবুজ পাতা প্রায় নেই বললেই চলে । তার বদলে নীল লাল বেগুনি কমল এই ধরনের রং । গাছে ফুল আর ফলও আছে-_তার একটাও আমা চেনা নয় । একট প্রকাণ্ড ফুলে অজ্রত্র পাপড়ি আর প্রত্যেকটা পাপড়ির রং আলাদা । আর একটা ফুলের এক-একটা পাপড়ি যেন এক-একট! হাতির কান, আর হাতির ফানের মতোই সেগুলো মাঝে মাঝে দুলে দুলে উঠছে। ফলও যে +৩ একমের রয়েছে, ভার ঠিক নেই। একটা প্রকাণ্ড গাছে সরু সরু নীল রঙের ফল বটগাছের শিকড়ের মতো মাটিভে গিয়ে নেষেছে। আর একটা তরমুজের সাইজের ফল-_তার সবাঙ্গে গাঢ় লাল রোঁয়া, আর সেই রৌঁয়ার ভিতর দুটো করে গোল গোল সাদার মাঝখানে কালো ফুটকি ৷ ঠিক যেন মূনে হয়, ফলের গায়ে একজোড়া চোখ
স্বপ্নটা এতই জলজ্যান্ত যে, মনে হচ্ছিল এ রকম একটা জায়গা সত্যিই আছে, আর আমি যেন সত্যিই সেখানে গেছি। আর রণ্ডের কথাটাও সুলতে পারছি না । স্বপ্নটা দেখা অবধি বাইরে কোথাও ঘুরে আসতে ইচ্ছা করছে। বিশেষ করে এমন কোনও ায়গায়, যেখানে রঙিন গাছপালা ফুল-ফলের প্রাচুর্য ৷ গিরিভিতে বছরের এই সময়টা রণ্ডের বড় অভাব । যাক গে এখন স্ব ছেড়ে বাস্তবে আসা যাক ।
আমার আ্যান্টি-গ্র্যাভিটি নিয়ে গবেষণা বেশ আশাগ্রদ ভাবে এগোচ্ছে । আমার উদ্দেশ্য হচ্ছে এমন একটা ধাতু তৈরি করা, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করতে পারে! অর্থা-সেন্ধাতুর কোনও ওজন থাকবে না । তাকে শূন্যে ছেড়ে দিলে সে শূন্যেই থেকে যাবে । এই আ্টি-গ্যাডিটি ধাতুর সাহায্যে একটা ছোটখাটো উড়োন্ছাহা্জ তৈরি করতে পারলে খুব সহজেই এদিক ওদিক বেড়িয়ে আসা যাবে।
আন্চর্য এই যে সবচেয়ে ওজন বেশি থে ধাতুর_অর্থৎ পারা বা ম্তঃ00- সেটি ছাড়া এই ওজনবিহীন নতুন ধাতুটি তৈরি করা যাবে না, এটা আগে বুঝতে পারিনি । এখন বেশ বুঝতে পারছি যে, হ্যাকেনবুশের গবেষণা এই পারার অভাবেই বার্থ হয়েছিল । পারা জোগাড় হয়েছে। তা ছাড়া তামার গুঁড়ো, যাঁড়ের খুর, চক্মকি পাথর ইত্যাদি অন্যান্য যাবতীয় উপাদানও যথেষ্ট পরিমাণে সংগ্রহ হয়েছে! আজ থেকে দ্বিগুণ…
উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।
লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।
প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com
আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!