Current Affairs December 2019

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ – Current Affairs December 2019 – ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ – Current Affairs December 2019 – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ – Current Affairs December 2019 – বইটির এক ঝলকঃ

পৃথিবীর প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে প্রাণের অস্তিত্ব | উপাদান থাকার কারণে পুকুরে হাইড্রোজেন উৎপাদন ব্যাহত হয়! রনেছে। উর মরু কিংবা বরফে ঢাকা তুন্দা থেকে শুরু করে | এছাঁড়া লবণাক্ত, আ্যাসিডযুক্ত ও উদ পরিবেশের কারণেই পুকুরে অভি উঠ ও বিষাক্ত অঞ্চলেও প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এমনকি | জীবের বেচে থাকা একেবারে অসম্ভব হয়ে পড়ে। গরমের সময় সাগরের গভীরতম খাদ মারিয়ান ট্রেঞ্চে পৌছেও প্রাণের সন্ধান | দালোলে টিকে থাকা খুবই কষ্টকর । দ’লোলে বার্ষিক গড় তাপমাত্রা পেয়েছে মানুষ । ভবে বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর এমন একটি | ৩৪৭ সেলমিয়াস। ১৯৬০-১৯৯৬ সাল পর্যন্ত দেনাকিল মরম্চুমি জায়গার সন্ধান পান, যেখানে কোনো প্রাণের অস্তিতু নেই। | সংলগ্র এ স্থানের অপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৪০ সেলসিয়াস। আফ্রিকার দেশ ইধিওপিয়ার উত্তরাঞ্চলে 5 এখন পর্যন্ত এখানকার সর্বোচ্চ তাপমাত্রা অবস্থিত সেই জায়গাটির নাম দালোল। 1৮. এ ১. স্পিন] 8৮৯০ সেলমিয়াস। এমনকি শীতকালেও বিষুবরেখার নিকটবর্তী উত্তর-পূর্ব সারি… -.১..] সেখানকার তাপমাত্রা ১১৩: ফারেনহাইট আক মশ ইবি পৃ 25..2 বা যর দলে সবচেয়ে স্থান দালোল। শে 2:০5 এবন অন্যতম ভুতুড়ে স্থান। যেসব অঞ্চলের পরিবেশ সবচেয়ে শি সি পর্বত আর উর মক্ুভূমির এ কক্ষ সংকটাপন্ন, তার মধ্যে অন্যতম দালোল। এখানকার পরিবেশ | দেশটির উত্তর-পূর্বে দালোল আগ্রেয়গিরি থেকে জনন নেয়া দালোল খুবই উতপ্ত। পানি লবণারু ও মাটি আ্যাসিডমুকত । দালোলের | উপত্যকাটি সবচেয়ে দীর্ঘতম উপত্যকা। লোহিত সাগর পুকুরগুলো দেখলে মনে হবে এটা কোনো আগ্নেয়গিরির | থেকে ৬,০০০ কিমি বিভৃত ‘হয়ে উপতাকাটি গৌছেছে মালাডি হুদ উৎপতিস্থল। পুকুরগুলো লবণ আৰ বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ । | গর্যনত। সমুদরপষ্ঠ থেকে এখানকার উচ্চতা ১৩০ মিটার। ইথিওপিয়ার পুকুরের এসব ফুটন্ত পানি জলবিদ্বুৎকেত্তরের জন্য ব্যবহার করা | এক সময়ের অংশ বর্তমানে স্বাধীন দেশ ইরিরিয়ার সাথে রেল হয়। বিজ্ঞানীরা বলছেন, চাওন্রোপিক ম্যাগনেশিয়াম সম্টের | যোগাযোগ তৈরির জন্য ১৯১৭-১৯১৮ সালে এখানে রেলওয়ে মতো রাসায়নিক উপাদানের গ্রবল = উপস্থিতির কারণে দালোলের | জংশন ‘আয়রন পয়েন্’ তৈরি করা হয়। এর ফলে এখানে
ধীরে পুকুরতলোতে প্রাণীর জীবন গঠন বাধাপ্রাপ্ত হয়। এদব রাসায়নিক | ধীরে বসতি স্থাপন শুরু হয়। এক সময় তা ক্র নেয় মরুশহরে ।

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ!


DOWNLOAD PDF

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।

বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।