the spirit of islam bn-min

দ্য স্পিরিট অব ইসলাম – স্যার সৈয়দ আমীর আলী – খন্দকার মাশহুদ-উল-হাছান ফ্রি পিডিএফ ডাউনলোড | The Spirit of Islam Bangla by Sir Syed Ameer Ali Free PDF Download

দ্য স্পিরিট অব ইসলাম – স্যার সৈয়দ আমীর আলী – খন্দকার মাশহুদ-উল-হাছান | The Spirit of Islam Bangla by Sir Syed Ameer Ali – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

দ্য স্পিরিট অব ইসলাম – বইটির এক ঝলকঃ

“লিও সুবিধা ও ক্ষষতার বন্টন ছিল তবুও আব্দুল মুস্তালিবের ব্যক্ত চরিত্র ও প্রভাব তার জন্য এনেছিল নিরন্কুশ প্রধান্য। এই সম্মানিত পরিবার প্রধান জাতীর নিয়মানুধায়ী কাবাগৃহের উপাসা ও বিশ্রহদের কাছে একটি সম্ভান উৎসর্গের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং বহ্সংখ্যক সম্ভান তিনি লান্ত করেছিলেন ।” ভিনি ভ্রার প্রতিজ্ঞা রক্ষার জন্য কাবাপৃহের অপ্রতিরোধনীয় দেবদেবীর কাছে তার সর্বাপেক্ষা ধরিয়পুত্র আন্দুল্াহকে বলি দেয়ার জন্য দৃঢ়তাবে মনোস্থির করেছিলেন । তবে তা আর হয়নি । কাবাপৃছের অন্তর্ভুক্ত পিখিয়ার বাণী ছারা মনুষ্য জীবনের বলগিদানের পরিবর্তে একশত উট উৎ্সর্পের নিয়ম চালু হয়েছিল । শ্রই নিয়মই এরপর থেকে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল।

আবদুয্লাহূর বিয়ে হয়েছিল জন্রি পরিবারের প্রধান ওয়াহাবের কন্যা আমিনার সঙ্গে। আবদুল্লাহুর বিয়ের পরের বছর গরুত্পূর্ণ ঘটনাগুলোর সমাবেশে পরিপূর্ণ | বছরের প্রথমেই এমন ঘটনা ঘটেছিল যা আরবদেশকে চমকে দিরেছিল, এতে সমগ্র জাতি শিহরিত- হয়ে গিয়েছিল। ইয়েমেনের ভাইসরয় বাঁ বড়লটি, আবরাহা আল- আশরাম্‌ সানাতে একটি প্রার্থনালয় নির্মাণ করেছিলেন। কাৰাগৃহের পবিভ্রতা মক্কায় যে ধন-সম্পদ আকর্ষণ করতো তিনি স্কা তার নিজন্ব শহরে চালান করে দিতে ছিলেন সচেষ্ট । একজন মঞ্কাৰানীর ছারা সামার সেই প্রার্থনালয় অপবিত্র হলে তিনি সেই সুযোগে নিজ্ধের ইচ্ছার বাস্তব রূপ দেয়ার জনা কাবাগৃহ ধ্বংসের জন্য জাকজমকেয় সাথে একটি সুসজ্জিত হাতির পিঠে চড়ে সেনাবাহিনীর প্রধান হিসেবে এ্রফটি বিশাল বাহিনী পরিচালনা করেছিলেন। এই বিশাল বাহিনীর ষাঝখানে চলমান বিশাল প্রাণীতিক় দৃশা আরবের বিভিন্ন গোত্রের লোকদের শ্রতোই হতবাক করেছিল যে, এই ঘটনা থেকে তারা একটি বছরের নাম দিয়েছিল । আর এ বরের নাম দেয়া হয়েছিল হস্তীর বছর বা হাতত বছর (৫৭০ খ্রিঃ)। আবিনিনীয়গণ এগিয়ে আসতে থাকলে নারী ও শিশুসহ কুরাইশগণ কাহ্ছের পাহান্ড পর্যতে আশ্রয় দিয়েছিল এবং সেখান থেকে ঘটনাপ্রবাহ লক্ষ্য করছিকা। তারা সর্বদা আশা করতো যে, দেবদেবীগপ তাদের আবাসপৃহ রক্ষা করবেন। তঙ্গন সকাল, যখন আবিজিনীয়গখ মকার কাছাকাছি আসে, আকাশ ছিল পরিষার ঝকঝকে । তষে এঁতিহাধাদীয়া বলেন, দেখতে দেখতে ছোট ছোট আবাবিল পাখিতে আকাশ ছেয়ে শিয়েছিল। এসব পাছি হতভাগ্য সৈনাদের উপর ছোট ছেটি কন্কর নিক্ষেপ করেছিল । এই সকল কন্ধর মানুষ ও অন্থের বর্ম ভেদ করে অভিযানকারীদের মধ্যে ভয়াৰছ ভীতির সঙ্চার করেছিল। এ সময় মুষলধারে বৃষ্টি নামছ্িল। আর এ প্রবল বৃষ্টি জলথায়া মৃত ও মুুর্দের সাগরের দিকে ভাসিয়ে নিয়ে পিয়েছিল।…

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ! 


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।

বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।