takfir er bepare shotorko hown-min

তাকফীর এর ব্যাপারে সতর্ক হন – শাইখ আবু হামজা আল-মিশরীর বই থেকে নেয়া ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

তাকফীর এর ব্যাপারে সতর্ক হন – শাইখ আবু হামজা আল-মিশরীর বই থেকে নেয়া – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

তাকফীর এর ব্যাপারে সতর্ক হন – বইটির এক ঝলকঃ

“যেমন বৃষ্টির দৃষ্টান্ত, এর দ্বারা উৎপন্ন ফসল কাফেরদের আনন্দ দেয়।” – সুরাহ আল হাদীদ: ২০

এর অর্থ হলো, ইহা কৃষকের জন্য আনন্দদায়ক এবং এই অনুসারে কৃষককে কাফের বলা হয়েছে। অনুরূপভাবে একজন কাফেরকে “কাফের’ বলা হয় কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহকে আড়াল করেছে। আল আজহারী (রাহিমাহুল্লাহ) বলেছেন,

“আর তাঁর অনুগ্রহসমূহ হলো তাঁর তাওহীদের প্রমাণিত নিদর্শনাবলী। আর একজন কাফের আল্লাহর সেসকল রহমতের নিদর্শনগুলোকে অন্বীকারের পর্দায় আচ্ছাদিত করে রাখে যেগুলোর মাধ্যমে লোকেরা সন্দেহাতীতভাবে আল্লাহর একাত্ববাদের চিহ্ন দেখতে পায় এবং বুঝতে শিখে যে, আল্লাহ এক এবং তাঁর কোন শরীক নেই। আর একইভাবে তিনি তাঁর অনুগ্রহস্বরূপ তাঁর রাসূলদের পাঠিয়েছেন অলৌকিক নিদর্শন সহকারে, পাঠিয়েছেন কিতাবসমূহ এবং তাঁর রহমতের অগণিত নিশ্চিত প্রমাণ।

এভাবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের প্রতি সত্যবাদী হয় না, এবং তা বাতিল/ পরিত্যাগ করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের ব্যাপারে কাফের এ পরিণত হয়েছে, যার মানে হলো সে তার নিজের থেকে অনুগ্রহকে আবৃত ও আড়াল করেছে।

শরীয়তের পরিভাষায় কুফর: ইহা হলো ঈমানের সম্পূর্ণ হাস পাওয়া এবং ইহা ঈমানের বিপরীত। ইহা হলো মহাপরাক্রমশালী এবং মহামর্যাদাবান আল্লাহর প্রতি এবং তাঁর অনুগ্রহের প্রতি অবিশ্বাস। দুই ধরনের কুফর আছে, কুফর আকবর (বড় কুফর) এবং কুফর আসগর (ছোট কুফর) ৷ এইক্ষেত্রে, একজন ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং অনুগ্রহকে নিজের বা অন্যদের থেকে আবৃত ও আড়াল করার কাজকে কুফর বলে।

কুফর আকবর (বড় কুফর) : সাধারণভাবে ইহা হলো আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর রাসূলগণ, তাঁর কিতাবসমূহ, আখিরাত এবং তাকদীর ও পূর্বনির্ধারিত বিষয় সমূহের ভাল ও মন্দ দিক – এগুলোর সবকয়টিতে অথবা এগুলোর যেকোন একটি স্তম্তে অবিশ্বাস করা। ঈমানের সম্পূর্ন বিপরীত কোন কিছু প্রকাশ করাও এর অন্তর্ভুক্ত, যেমন: এমন কথা, কাজ এবং বিশ্বাস যা ঈমানকে বাতিল করে দেয়। তাছাড়াও যদি কেউ ইসলামের…

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।