Fastest Search Bar - Type and see the magic!
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Mrittuhin Pran

মৃত্যুহীন প্রাণ [আব্বাস আলী খান স্মারকগ্রন্থ] – Mrittuhin Pran – আবদুস শহীদ নাসিম – Abdus Shahid Nasim – ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

মৃত্যুহীন প্রাণ [আব্বাস আলী খান স্মারকগ্রন্থ] – Mrittuhin Pran – আবদুস শহীদ নাসিম – Abdus Shahid Nasim – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

মৃত্যুহীন প্রাণ [আব্বাস আলী খান স্মারকগ্রন্থ] – Mrittuhin Pran – বইটির এক ঝলকঃ

জাবেদ ইসলাম বাংলাদেশের কের মজলিসে সুরার তায় দেড় সদর মধ্যে মরহুম জনাব আব্বাস আলী খান সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন। কিন্ত আমরা সকলেই গৌরব বোধ করতাম যে আন্তাহর রহমতে বয়োবৃদ্ধদের মধ্যে তাঁর স্বাহ্থাই সবচেয়ে ভালো ছিল। আর্কাল ভাইবেটিন ত আমাদের মধ্যে অনেকেরই আছে। বেশ কয়েকজনের ব্লাড প্রেসার এবং হার্টের প্রবলেমও আছে। এ তিনটার কোনটাই খান সাহেবের ছিলনা বলে আমি তাঁকে প্রেরণার উৎস মনে করতাম । সুস্থ থাকলে আশির উপর বয়স হলেও কাজ করা যায় – তাঁকে দেখে এটাই আমাদের প্রেরণার বিষয় ছিল। তিনি আভীবন স্বাস্থ্যবিধি মেছে চলেছেন। খাওয়া-শোয়া ইত্যাদির ব্যাপারে তিনি নিয়ম মেনে চগতেন এবং এ কারণেই পচাশি বছর বয়সে পদার্পণ করেও তিনি যুবক বয়সের অত্যাসমত কাজ করতে পেরেছেন যা আমাদের সকলের জন্যই আদর্শ বলে অনুভব করতাম । শেষ বয়সেও তিনি দু’হাত পেছনে রেখে সমতলে হাটার মতই জালফালাহ দিলনায়তেনর সিঁড়ি বেয়ে একা একা চতুর্থ তলায় উঠে যেতেন।
আল্লাহ তায়ালা এসব রোগ থেকে খান সাহেবকে মুক্ত রেখেছিলেন । কয়েক বছর আগে তীর হার্টে একটু প্রবলেম দেখ’ দিয়েছিল এবং ডাক্তার এন. জি. ও. গ্রাম করার পরামর্শ দিয়েছিলেন । আল্লাহর রহমতে হোমিও উহধের অহ্ীলায় তিনি পুস্থ হয়ে ধান বলে বাকী জীবন তাঁর হার্টের কোন সমস্যা হয়নি ।
কি সুন্দর মৃত্যু!
মুত্যু ত অবশাই অনিবার্ধ। দুরকম মৃত্যু বড়ই বেদনায়ক। তার একটি হ’ল হঠাৎ মৃত্যু। যার এ মৃত্যু হয় ভিনি তার কোন দায়িতৃই কাউকে বুঝিয়ে দেবার সুযোগ পান না। বিশেষ করে দেনা থেকে মুক্ত হওয়ার সময়ও পান না। প্রত্যেকেরই ব্যক্তিগত এমন কিছু বিষয় থাকে হা তিনি ছাড়া আর কেউ জানেন না। হঠাৎ মৃত্যু হলে উত্তরাধীকারীদের অসিয়ত করার সুবোগ থেকেও বন্ধিত হয়। জর এক প্রকার বেদনায়ক মৃত্য হলো দীর্ঘকাল শয্যাগত থাকা । খান সাহেবের স্ত্রী দশ বছরেরও বেশী সময় শয্যাগত থাকায় নিজেও দীর্ঘ সময় কষ্ট পেয়েছেন। তার একমাত্র কদ্যা সন্তানকে এ দীর্ঘ সময় খেদমত করতে হয়েছে।
রাসূল (সাং) এ দু’রকম বেদানাদয়াক মৃত্যু থেকেই আল্তাহর নিকট আশ্রয়

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ! 

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।

বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।