Humayun Ahmeder Shesh Dingulo

হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – Humayun Ahmed er Shesh Dingulo – বিশ্বজিত সাহা – Biswajit Saha – ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – Humayun Ahmed er Shesh Dingulo – বিশ্বজিৎ সাহা – Bisshojit Saha – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – Humayun Ahmed er Shesh Dingulo – বইটির এক ঝলকঃ

প্রবাস জীবনের শেষ দিনগুলোতে যারা তার ছায়াসঙ্গী ছিলেন, দিবারাত্রির প্রতিটি মুহুর্তের সঙ্গে জড়িয়ে ছিলেন তাদের অনেকেই লিখেছেন প্রবন্ধ, নিবন্ধ কলাম ও স্মৃতিকথা । অনেকে বইও প্রকাশ করেছেন।

তার জীবনের অন্তিম দিনগুলো কেটেছে নিউইয়র্ক শহরের বেলভ্যু হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত এক বিহানায় নিথর নিস্তরূতায়। যন্ত্রপাতির কঠিন আবরণে ঢাকা পড়ে থাকে লেখকের যন্ত্রণাকাতর দেহটি। কখনো। ঘোরে, কখনো বা বেঘোরে।

গত দুদশক ধরে নিউইয়র্কে মুক্তধারা আয়োজিত বইমেলা বরেণ্য ও জনপ্রিয় এই লেখকের পদচারণায় মুখর হয়েছে। তার সাথে গড়ে উঠেছে এক নি সমপ্কাএকইলাধে দুর গনউইযক বাসী হাজান। বালির যে মণিকোঠায় তৈরি করে নিয়েছেন এক স্থায়ী আসন।

দেশ-বিদেশের কোটি বাঙালির মনে এখনও তার শেষ দিনগুলো নিয়ে অনেক প্রশ্»। কী এমন ঘটেছিলো, কেন ঘটেছিলো- কী কারণ ছিলো এর পেছনে? এমন নানা প্রশ্নে বিদ্ধ বাঙালি পাঠক-হৃদয়। তারা চেষ্টা করেছেন উত্তর খুজে বের করার। নির্ভর করতে হয়েছে সংবাদপত্র এবং অন্যান্য প্রচার মাধ্যমের খবরাখবরের ওপর। অনেকে আস্থায় নিয়েছেন চিকিৎসাকালীন প্রবাসে বসবাসকারী তার কাছের মানুষদের লেখালেখির তথ্য-উপাত্ত।

সিঙ্গাপুরের এলিজাবেথ সেন্টারে লেখকের কোলন ক্যান্সার নিশ্চিত করার পরপরই তিনি সপরিবারে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর চলে আসেন নিউইয়র্কে। সেই খেকে ২০৯ সালের ৯৯ ভুলাইংটটা ২৩ মিনিটে শেষ নিবাস ত্যা্ করা পর্যন্ত, এই সুদীর্ঘ ১০ মাস চলে ত্বার কোলন ক্যান্সার চিকিৎসা। চিকিৎসার এই লম্বা পথ পরিক্রমায় লেখকের টিকিৎসা পদ্ধতি, চিকিৎসক, হাসপাতাল, ওষুধপত্রসহ আনুসঙ্গিক বহু বিষয় নিয়ে গুরুতর প্রস্থ এবং এ সংক্রান্ত সংগৃহীত তথ্য-উপাত্ত ও দলিলপত্র প্রকাশের তাগিদ অনুভব করছিলাম বিশ কিছুদিনহথেকে! সেই তাগিদ থেকেই আমার এ লেখার পরয়াস/রবইটিকে বিভিন্ন ভাগ করে ১০ মাসের চিকিৎসা ও শেষ দিনগুলোর ঘটনার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ!


DOWNLOAD PDF


DOWNLOAD Epub


DOWNLOAD mobi


DOWNLOAD azw3

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।

বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।