hadiser nur adunik biggan-min

হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান – মুঃ আইয়ুব আলী ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান – মুঃ আইয়ুব আলী – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান – বইটির এক ঝলকঃ

“আবূ তাহির ও হারমালা (রহঃ) —- আবূ সালমা ইবনে আব্দুর রাহমান ইবনে আউফ (রাধিঃ) রাসূল (সাঃ) থেকে নকল করেন, সংক্রামণ (এর অস্তিত) নেই। তিনি আরো বলেন যে, রাসূল (সাঃ) বলেছেন, অসুস্থ উট পালের মালিক (অসুস্থ উটগুলিকে) সুস্থ উটপালের মালিকের (উটের) কাছে আনবে না। আবূ সালমা (রহঃ) বলেন, আবূ হুরায়রা (রাষিঃ) এ দুটি হাদীসই রাসূল (সাঃ) থেকে বর্ণনা করতেন। পরে আবূ হুরায়রা (রাযিঃ) তার (১ম হাদীসের) সংক্রামণ নেই বল৷ থেকে নীরব থাকেন এবং অসুস্থ উটপালের মালিক সুস্থ উউপালের মালিকের কাছে আনবে না, এর বর্ণনায় দৃঢ় থাকেন। রাবী বলেন,

(একদিন) আল. হারিস ইবনে আবু যুবাব রেহঃ) তিনি আবু হুরায়রা (রাযিঃ) এর চাচাতো ভাই বললেন, হে আবূ হুরায়রা ! আমি তো আপনাকে শুনতে পেলাম যে, আপনি এ হাদীসের সাথে আরো একটি হাদীস আমাদের কাছে রিওয়ায়েত করতেন, যা বর্ণনায় আপনি এখন নীরব থাকছেন। আপনি বলতেন যে রাসূল (সাঃ) বলেছেন, সংক্রামণ নেই। তখন আবু হুরায়রা (রাধিঃ) অস্বীকার করলেন এবং বললেন, অসুস্থ পালের মালিক সুস্থ পালের মালিকের কাছে নিয়ে যাবে না। তখন হারিস (রহঃ) এ ব্যাপারে বিতর্কে লিপ্ত হলেন। ফলে আবু হুরায়রা (রাধিঃ) রাগান্বিত হয়ে হাবশী ভাষায় কিছু বললেন। তিনি হারিস (রহঃ)কে বললেন, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি ? তিনি বললেন না। আবূ হুরায়রা (রাযিঃ) বললেন, আমি বলেছি আযি অস্বীকার করেছি। আবূ সালমা (রহঃ) বলেন, আমার জীবনের শপথ ! আবূ হুরায়রা (রাযিঃ) অবশ্যই আমাদের কাছে হাদীস বর্ণনা করতেন যে, রাসূল (সাঃ) বলেছেন সংক্রামণ নেই, এখন আমি জানি না যে, আবৃ হুরায়রা (রাধিঃ) ভুলে গেলেন নাকি একটি অপরটিকে রহিত করে দিয়েছে। (হুগলি ইফাবা বঙগাঃ ডিসে১৩, বা বত ২৩৪পট ৫৫৯৭ন৩ হাদস/বুধাহী হহসবা বসা মার্৮১৪, ৯৪২৬২৭৫২০৪৫ অনুরশ অন্য সনদে)…

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।