GEORGE’S ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – Dr. Md. Shahnewaz Hossain George ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

GEORGE’S ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – Dr. Md. Shahnewaz Hossain George রচিত এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

বইটির এক ঝলকঃ

ভূগোলের Sait (Concept of Geography) সাদা সন রা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল । ইংরেজি “Geography” শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন ঘিসের ভূগোলবিদ ইরাটসথেনিস প্রথম “Geography” শব্দ ব্যবহার করেন। ‘Geo’ ও ‘graphy’ *w দুটি মিলে হয়েছে “Geography” | ‘”Geo” শব্দের অর্থ “ভু’ বা পৃথিবী এবং “graphy” শব্দের অর্থ বর্ণনা । সুতরাং “Geography” শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা । যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। সংগঠনটির মতে, পৃথিবীপৃষ্টে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে ভার ব্যাখ্যা খোজে ভূগোল । ভূগোলের পরিষি ; বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা-ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্ততুক্ত হয়েছে। ভূগোলের শাখা : ভুগোলের দুটি প্রধান শাখা হলো- প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল । পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমগ্ডল, বারিমগ্ুল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষধর । অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সংখ্যাতার্টিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা মানবিক ভূগোলের আলোচ্য বিষয় । arbres seat (Concept of Map) মানচিত্র তৈরি বর্তমান যুগে শুরু হয়নি। এর ইতিহাস সভ্যতার মতোই প্রাটীন। অতি প্রাচীনকাল থেকেই মানচিত্র তৈরি হয়ে আসছে। প্রায় ৩,০০০ বছর পূর্বে মিসরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে।

সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র আাকেন জেমস্‌ রেনেল ।

 

মানটিনের প্রকারভেদ : সাধারণত মানচিত্র বড় স্কেল ও ছোট স্কেলের হয়ে থাকে। বড় স্কেলের মানচিত্রের মধ্যে বিস্তারিতভাবে কোনো একটি স্থানের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা হয় । মানচিত্রগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। যথা-

 

১) ন্ধেল অনুসারে ও ২) মানচিত্রের কার্ষের উপর ভিত্তি করে।

 

কার্ধের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। যেমন-

 

১) প্রাকৃতিক মানচিত্র ও ২) সাংস্কৃতিক মানচিত্র ।▲

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ‘Download Anyway’ তে ক্লিক করবেন [যদি আসে, সাধারণত ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ!]। ধন্যবাদ!


download

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

বইয়ের কৃতজ্ঞতা স্বীকারঃ বইঘর ডট কম

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।