foundation-min

ফাউণ্ডেশন [১] – আইজ্যাক আসিমভ – জি.এইচ.হাবীব – Foundation by Isaac Asimov ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

ফাউণ্ডেশন [১] – আইজ্যাক আসিমভ – জি.এইচ.হাবীব – Foundation by Isaac Asimov – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

ফাউণ্ডেশন [১] – বইটির এক ঝলকঃ

“গ্যালাক্সির দুই কোটি পঞ্চাশ লক্ষ গ্রহে তখন খ্রানুধের বাস। এর মধ্যে একটিও গ্রহ নেই যেটি এস্পায়ার-এর প্রতি অনুগত নয় । এবং গত পঞ্চাশ বছর ধরে ট্রযানটরই এম্পায়ার-এর রাজধানী হিসেবে গণ্য হয়ে আসছে ।

গালের জন্য এবারের এই ভ্রমণ নিঃসন্দেহে তার নবীন লিক্ষা জীবনের চূড়ান্ত পর্ব ।

মহাশুন্যভ্রমণ একবারে নতুন নয় তার কাছে । সুতরাং এটাকে স্রেফ একটা আকাশযাত্রা হিসেবে তেমন কিছু মনে হচ্ছে না ওর। অবশ ওর দৌড় সিন্যাক্স-এর একমাত্র উপগ্রহ পর্যন্ত । গবেষণাপত্রের জন্য উন্ধা-পতনের যেকানিক্স সম্পর্কে উপাত্ত সংগ্রহ করতে গিয়েছিল সে উপখ্রহটায়। কিন্তু তাতে কীঃ পাচ মাইলের মহাশূন্যন্র্ণও যে কথা, কয়েক আলোকবর্ধ ভ্রমণও এ একই কথ! ।

হাইপার-স্পেসের ভেতর দিয়ে ‘জাম্প’-এর জনা শরীরটা একটু শক্ত করে ফেলল সে। আন্তগ্রাহ ভ্রমণের জন্য অবশ্যি এ-ধরনের জাম্পের প্রয়োজন হয় না। অনেকদিন থেকেই চলে আসছে জাম্পের ব্যবহার । সম্ভবত অনন্তকাল ধরেই চলবে । কারণ, এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে যাবার এটাই কার্যকর পদ্ধতি । সাধারণ মহাশূন্যে চলাচলের জন্য স্রেফ আলোর পতি হলেই চলত (মানব ইতিহাসের সেই বিস্মৃত উষালগ্লের অল্ল ষে ক’টি বৈজ্ঞানিক জ্ঞান এখনো টিকে আছে, এটি তার অন্যতম); কিন্তু তাতেও সবচেয়ে কাছের বসতিতে পৌদ্ছুতে কয়েক বন্য লেগে বেত। হাইপার-স্পেস মহাশুন্য নয়, সমরও নয়; বন্ধু নয়, শক্তিও নর; কিছু নয়, আবার কিছু না-ও নয়। প্যালাজসির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কয়েক মুহূর্তের বেশি সময় লাগে না এই হাইপার-স্পেসের ভেতর দিয়ে।

সাযান্য ভীতির একটা কুণগুলী পাকানো অনুভূতি পেটের মধ্ নিয়ে প্রথম জাম্প- এর জনা অপেক্ষা করে রইল গাল। এবং সামান্য একটু ঝাঁকিতে শেষ হয়ে গেল জাম্পটা। শরীরের ভেতর ছোট্ট একটা ঝঁকিও লে অনুষ্তব করেছে কিনা সে-ব্যাপারে নিশ্চিত হবার আগেই থেমে গেল। ব্যস, এ পর্যন্তই ।

এরপর ওর অনুভূতি জুড়ে রইল শুধু ১২,০০০ বছরের ইন্পেরিয়াল উন্নতির নির্লিপ্ত, শীতল ফলশ্রুতি এই প্রকাণ্ড ও চকচকে মহাশুনাযানটি জার সে নিলে, যার খলেতে রয়েছে গণিতশান্ত্রে সদা অর্জিত একটা ডট্টরেট ডিগ্রী আর মহান হ্যারি সেলভনের আমন্তরণ- ট্র্যানটরে গিয়ে বিশাল এবং কিছুটা রহস্যময় সেলভন প্রজেক্টে যোগ দেয়ার আমন্ত্রণ ।

জাম্প-এর ব্যাপারে হতাশ হবার পর গাল অপেক্ষা করছে ট্র্যানটর দেখার জন্য । ভিউরুমে ঢু মারল সে বার বার । পূর্বঘোষিত সময় অনুষায়ী স্টালের শাটারগুলো স্কুলে দেয়া হন; প্রতিবারই সময়ত গিয়ে হাজির হয় গাল। উপজেগ করে তারার চোখ ধাধালো দীন্ডিং চলার পথে ধরা পড়ে চিরতরে স্থির হয়ে যাওয়া জোনাকি পোকার দানবীয় ধাকের মতো নক্ষঅপুজের অবিস্বাস্য, অস্পষ্ট সমাবেশ। একবার শিপের পাচ আলোকবর্ষের মধ্যে একটা গ্যালীয় নীহারিকার ঠান্ডা, নীল-সাদা ধোয়া…

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।