chaade ovijan-min

চাঁদে অভিযান – জুলভার্ন – শামসুদ্দীন নওয়াব ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

চাঁদে অভিযান – জুলভার্ন – শামসুদ্দীন নওয়াব – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

চাঁদে অভিযান – বইটির এক ঝলকঃ

“আমেরিকানরা বরাবরই একটু হুজুগে। কারও মাথায় উদ্ভট কোন আইডিয়া উঁকি দিলেই হল; অমনি দু’দশজন জড় করে একটা ক্লাব গড়ে তোলা চাই । বাল্টিমোর শহরের গান ক্লাবও গড়ে উঠেছিল এরকম কয়েকজন হুজজুগে লোকের প্রচেষ্টায় । ইচ্ছে করলেই এ ক্লাবের সদস্য হওয়া যায় না শুধুমাত্র তারাই সদস্য হতে পারে যাদের বড় বড় কামানের নকশা আকারু.ক্কৃতিত্‌ আছে। এ ব্যাপারে কড়াকড়ি থাকলেও প্রথম মাসেই সদসা সংখ্যা দাড়াল এক হাজার আটশো তেত্রিশ, এ সাড়া হাফ-সদস্যের সংখ্যাও ত্রিশ হাজার ছাড়িয়ে গেল।

ক্লাবের সভ্যদের কাজ একটাই-নিত্যনতুন মডেলের কামান, বন্দুক, রাইফেল আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের কার্তৃজ, বুলেট ও গোলা তৈরি করা! । এসব তৈরি করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে যেত-আগ সেজন্যই গান ক্লাবের সভ্যদের কেউই শারীরিক দিক দিয়ে নিবুত নয়। কারও হাত জাছে কিন্তু পা লাপাত্তা, কারও পা আছে কিন্তু দুটো হাতই উধাও; আবার কারও কারও চোখ, নাক কিংবা কান এমন কি চোয়াল পর্যস্ত হাওয়া হয়ে গেছে ! তাতেও এদের উৎসাহের কমতি নেই, নকল হাত, কাঠের পা, ক্রাচ, রবারের চোয়াল, পাথরের চোখ, এসব দিয়ে দিব্যি কাজ চালিয়ে নিচ্ছে। আসলে মনোবল এদের এতই মজবুত যে ‘অসন্ভব’ বলে কোন শব্দও কাছে ঘ্বেষতে ভয় পায়।

ক্লাব প্রতিষ্ঠার পর প্রথম কয়েক বছর সদস্যদের হাতে কাজের কোন কমতি ছিল না; কারণ সে-সময় গোটা আমেরিকা জুড়েই চলছিল জোর লড়াই । আর লড়াই মানেই তো কামান বন্দুক আর গোলাবারুদের গেছনে লক্ষ লক্ষ ডলার খরচ করা। কাজেই ওই সময়ে গান ক্লাবের একেকজন সদস্যর পকেট যে রীতিমত ফুলে ফেঁপে উঠছিল তা নিশ্চয়ই বুঝিয়ে বলার প্রয়োজন নেই।

কিউুম়কখনও একরকম-যায় না। আমেরিকার গৃহযদধও একদিন শেষ হয়ে এল। সেই সঙ্গে কামান বন্দুক আর গোলাবারুদের প্রয়োজনও ফুরাল। ক্লাবের সদস্যদের জন্য কেউই জার নতুন কোন ফরমাইশ নিয়ে হাজির হয় না। ভাগ্যের পরিহাস আর কাকে বলে-আগে যাদের পকেট ডলার দিয়ে ঠাসা থাকত তারাই আবার ব্লাতারাতি বেকারে পরিণত হল। বলা নেই কওয়া নেই একেবারে ছুট করেই যেন আমেরিকার পুরো আদলটা পাল্টে গেল। কিছুদিন আগেও যেখানে যুদ্ধ ছাড়া অনা কিছু ভাবা যেত না, আজ সেখানেই আবার “শান্তি চাই’ রব উঠেছে। দেশের রাজনীতি যে এমনিভাবে পাল্টে যাবে ত! কারুরই জানা ছিল না। তাই যুদ্ধবিগ্রহ বন্ধ হয়ে যাওয়াতে গান ক্লাবের সবাই মনে মনে প্রমাদ গুণল এবার । নতুন কাজ কর্ম…

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।