বিদায় বন্ধু দেখা হবে জান্নাতে – জিয়াউল হক রচিত এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library
মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –
পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)
তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন!
বইটির এক ঝলকঃ
হজের মওসুম সমাগত প্রায় । খুব শিগগিরই আরবের আশপাশ এলাকা
থেকে দলে দলে লোক কাবা জেয়ারতের উদ্দেশ্যে মক্কায় জড়ো হবে ঠিক
তেমনি যেভাবে তারা প্রতি বছরই এখানে আসে । চিন্তায় আবু জাহেলের
ঘ্বম হারাম হওয়ার জোগাড় । সারা আরব থেকে লোকজন আসবে, মুহাম্মদ
ইবনে আব্দুল্লাহ তো এ সুযোগে তাদের কাছে তার নতুন মতবাদ তলে
ধরবে। কয়জনকেই বা ঠেকানো যাবেঃ কয়জনেকই বা বলা যাবে যে,
তোমরা মুহাম্মদের এসব আবোল তাবোল কথাবার্তা শুনবে না, ওসবে কান
দেবে না! আর তা ছাড়া এরকমটা বললেই বা লোকে তা শুনবে কেন?
এরকম শত শত চিন্তা এসে আবু জাহেলসহ মক্কার সর্দারদের মাথায় ভর
করে। তারা ভাবে-না, একটা বিহিত করতেই হবে । সময়ও আর বেশি
নেই। একে অপরের সাথে আলাপও করে । কিন্ত্ব একটা সন্তোষজনক পথ
তারা বের করতে পারছে না। তারা মুহাম্মদ (সা:) কে মিথ্যাবাদী বলে,
কেউবা বলে পাগল। আবার কেউবা বলে, আরে ও তো একটা গণক বৈ
আর কিছু নয় । আবার কেউ কেউবা জাদুকরও বলে।
বিভিন্ন জনের বিভিন্ন কথা, মুহাম্মদ (সা:) সম্বন্ধে বিভিন্ন অভিধা। কিন্তু
তাতে তাদের নিজের মনও সায় দেয় না। তারা ভাবে, নাহ! ওসবে কাজ
হবে না। কাজের কাজ একটা কিছু করতেই হবে। কিন্ত সেই কাজের
কাজটা কী? কী করবে তারা? ভীষণ সমস্যা তো!
অবশেষে অনেক ভেবে-চিন্তে সবাই মিলে সম্মিলিত পরামর্শের ভিত্তিতে
এঁকমত্য সিদ্ধান্ত নিতে একত্রিত হলো। নেতৃস্থানীয়দের কয়জনকেও
ডাকলো । বনু মখজুম গোত্রের গোত্রপতি, বয়োবৃদ্ধ ও সবচেয়ে বিদগ্ধ বলে
পরিচিত ওয়ালিদ ইবনে মুগিরার সভাপতিকে আলোচনা শুরু হলো ।
মক্কার নেতারা এক একজন নিজের মত করে সমস্যার ব্যাপকতা তুলে ধরে
বিন মুগিরাকে এর সমাধান দিতে বললো । ওয়ালিদ ইবনে মুগিরাও সমস্যার
গভীরতা বুঝলো । নিজে কোনো সমাধান দেয়ার আগে সে উপস্থিত
ব্যক্তিবর্গের উদ্দেশে বললো, না, তোমরাই বলো দেখি, কে কী বলতে চাও,
শুনি আগে।
এর পরে তারা এক এক করে বলতে শুরু করলো । কেউবা বললো, আমরা
বলবো মুহাম্মদ একজন পাগল । তার কথা শুনে ওয়ালিদ বিন মুগিরা বলে
উঠলো, তা কী করে হয়? আমরা তো পাগল দেখেছি। পাগলের মধ্যে যে
অসংলগ্রতা, অস্থিরতা থাকে, মুহাম্মদের মধ্যে কি তা দেখা যায়? লোকে
তাকে পাগল হিসেবে বিশ্বাস করবে না।▲
উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।
লিঙ্কে ক্লিক করার পর ‘Download Anyway’ তে ক্লিক করবেন [যদি আসে, সাধারণত ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ!]। ধন্যবাদ!
প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com
আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!