allahor hok bandar hok-min

আল্লাহর হক বান্দার হক – মওলানা মুহাম্মাদ আবদুর রহীম – Muhammad Abdur Rahim ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

আল্লাহর হক বান্দার হক – মওলানা মুহাম্মাদ আবদুর রহীম – Muhammad Abdur Rahim – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

আল্লাহর হক বান্দার হক – বইটির এক ঝলকঃ

“দৃঢ়তাৰে স্থিতি গ্রহণ করে। তা জমাট বাধা রক্ত ও যাংসপিগডের স্তর অতিক্রম করে এক পূর্ণাঙ্গ মানুষ -এক নবতর লৃষ্টি-সত্তারূপে শেষ পর্যন্ত আত্মপ্রকাশ করে। এতে একটি হচ্ছে আল্লাহ্‌র সৃষ্টি নিম আর দ্বিতীয়টি হচ্ছে এই প্রকৃতির উৎপাদন ও উপকরণ মানুষের দেহসত্তা গঠনের এটাই ইতিহাস। এই দেহ সততায় আল্লাহ্‌র নিকট থেকে ‘রূহ’ এসে স্থিতি গ্রহণ করলেই মানুষ একটি পূর্ণাঙ্গ সঞ্জীবিত সম্তারূগে আত্মপ্রকাশ করে। তাহলে মানুষের একটি জীবন্ত সমতায় পরিণত হওয়ার মূলে মাটি, প্রাকৃতিক উপাদান, আল্লাহ্র দেয়া বহু এবং পিতা ও মাতার অস্তিতৃ এবং এসবের পূর্ণ মাত্রায় সহযোগিতা জপরিহর্ব ছয়ে রয়েছে। তাই মানুষ এই সবের নিকটই অনুপৃহীত, কিন্তু সবচাইতে বেশী ও মৌলিকভাবে অনুগ্হীত আক্লাহুর নিকট । কেননা এই মাটি, পানি, এই. প্রকৃতি পিতা-মাতা ও. বূহ সবকিছুন্টই একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছো মহান আল্লাহ্‌। সেই আল্লাহ্রই “হফ্‌” মানুষের উপর সর্বপ্রথম, লর্বাঘিক গুরুতুপূর্ণ ও সম্পূর্ণন্ূপে মৌলিক । জতএব মানুষকে সর্বপ্রথম কৃভজ্ঞ হতে হবে আল্লাহ্‌র প্রতি। মাটি ও প্রকৃতির অবদানকেও স্বীকার করতে হবে তাফে এবং অতি নিকটবর্তী অদুষ্থহকারীরূপে মেনে নিতে হবে পিতা মাতার অনুধহকে।

আল্লাহুর ঘোষণ। অনুযায়ী এই আসমাদ-যযীন এবং এর মধ্যে যেখানে যা কিছু আছে সবই মানুষের জন্য, মানুষের সার্বিক কল্যাণের জন্য । এসব না হলে এখানে মানুষের অস্তিত্। ও জীবনে বেঁটে থাকা সম্ভব হতো না। আয় তায় অস্তিত্ব সম্ভব হতো না পিতা ও মাতা না হলে। অতএব এই সবের প্রত্তিও মানুষের কর্তব্য রয়লেছে। মানুষের এই কর্তবা পালনের মধ্য দিয়েই প্রতিকঙগিত ও বাস্তবায়িত হয়, আল্লাহ্‌র ‘হক্‌’ পৃথিবী ও প্রকৃতির ‘হক’ এবং পিতা ও মাতার “হক্‌’। এই সকলের ‘হক্‌’ যার যতটা এবং বতটা গুরুত্পূর্ণ, তা ততটা ও ততটা গুরুত্ব সহকারেই আদায় করতে হবে । ভবে সর্বাপ্রে ও সর্বপ্রথম আদায় করতে হবে আল্লাহ্র হক! আল্লাহুর হক্‌ই হচ্ছে অন্যান্য সকলের “হক্‌* ধার্য হওয়ার ভিত্তি। ভিত্তি না থাকলে হেমন প্রতিষ্ঠান থাকে না, তেমনি আল্লাহ্‌র হক” সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে আদায় করা না হলে অন্য কারোরই “হক্‌* আদায় হতে পারে না। যে লোক আল্লাহ্র ‘হক্‌’ আদায় করে না, সে জাসলে আর কারোরই ‘হফ্‌’ আদায় করতে পারে না।…

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ! 


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।

বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।