quran ebong adunik biggan-min

আল কুরআন ও আধুনিক বিজ্ঞান [সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ] – Al Quran o Adunik Biggan – ডা জাকির নায়েক – Zakir Naik – এ. এন. এম. সিরাজুল ইসলাম – খোন্দকার হাবীবুর রহমান – ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

আল কুরআন ও আধুনিক বিজ্ঞান [সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ] – Al Quran o Adunik Biggan – ডা জাকির নায়েক – Zakir Naik – এ. এন. এম. সিরাজুল ইসলাম – খোন্দকার হাবীবুর রহমান – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

আল কুরআন ও আধুনিক বিজ্ঞান – Al Quran o Adunik Biggan – বইটির এক ঝলকঃ

পৃথিবীতে মানুষের আবির্ভাবের পরক্ষণ থেকেই মানুষ সর্বদা প্রকৃতিকে সৃষ্টির পরিব্রমায নিজেদের অবস্থানকে এবং জীৰনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বুঝতে চেষ্টা করেছে। সত্যসক্কানের এ প্রক্রিয়ায় বহু শতান্দী ধরে বিভিন্ন সভ্যতার মাধ্যমে সুসংগঠিত ধর্ম মানবজীবনকে সুগঠিত করেছে, ইতিহাসের গতিকে নিরপণ করেছে । ইতোমধ্যে কিছু ধর্ম লিখিত পুস্তকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং াদের অনুসারীরাও মেগুলোকে সৃষ্টিকর্তার বাণী বলে দাবি করছে, অন্যান ধর্মগুলো শুধুমাত্র মানবীয় অভিজ্ঞতার ফমলে বূপ নিয়েছে। _ ইসলামী ধর্ম বিশ্বাসের মূল হচ্ছে কুরআন । মুসণমাণেরা বিশ্বাস করে যে, এটি সম্পূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে । এছাড়া মুসলমানেন্না কুরআনকে মানবজ্জাতির জল্য পথনির্দেশক হিসেবে মানে । কুরআনের বাণীকে যেহেতু সকল যুগে জনা প্রযোজা বলে দৃঢ় বিশ্বাস করা হয়, সেহেভু এটি সকল যুগের সাথে ছনিষ্ঠ সম্পর্কযুক্ত হওয়াটাই স্বাভবিক। কিনতু কুরআন কী এই পরীক্ষায় উতরর্ণ হয়েছে?

আমি এ সুর পুপ্তিকাটিতে বিশেষভাবে সুষ্ধতিষ্ঠিত বৈজ্ঞানিক আবিষ্কারের নিবিখে আল্লাহর বাণী কুরআনের ভিডিতে মুনলমানদের ধর্মীয় বিশ্বাসের একটি বন্তুনিষ্ট ও বিশ্রেষণাহ্মক ব্যাখ্যা তুলে ধরব।

বিশ্বসভ্যতার ইডিহাসে এমন এক সময় অতিবাহিত হয়েছে, যখন “আলৌকিল্ততা’ অথবা বা আলৌকিক হিসেবে মনে করা হতো, ভা মানবীয় ক্লারণ ও যুক্তির উপর অগ্রশণ্য ছিল। অলৌকিবতার সাধারণ সংজ্ঞা হল, ঘা স্বাভাবিক নিয়ম বহির্ভূত এবং সেজন্য মানুষের ফাছে এর কোন ব্যাখা নেই।

তবে কোন কিছুকে ‘অলৌকফিক’ হিসেবে নেয়ার আগে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। হুস্বাই থোকে প্রকাশিত “The Times of India” ১৯৯৩ সালে প্রক্কাশ করেছিল যে, “বাধা পাইলট ‘ নামে এক সাধু একটানা ভিনদিন- তিলবাত ট্ট্যাঘকের ভিতরে পানির নিচে থাকার দাবী জানায় । কিছু সাংবাদিকরা এ ট্যাংকটির তগলেশ পরীক্ষা করতে চাইলে সে তাদেরকে অনুমতি দেয়নি । তখন নে খোঁড়া যুকি প্রদর্শন করে, “যে মা সন্তান প্রসব করে তার পেট পরীক্ষা করা যায় কিন্তাবে?” এ সাধুটির অবশ্যই লুকানোর মত্ত কোন কিছু ছিল । মুলত নে শিজেকে হ্রনপ্রিয়, করতে গ্রতারপার কৌশল অবনঘল করেছিল । সামানাতয় যৌজিক বিচারনুন্ধিসম্পন্ন কোন আধুনিক ব্ক্তিও এ ধরণের আলৌবিকণ্ভাকে গ্রহণ করবে মা.। খদি এধরণের মিগ্যা অলৌকিক সৃষ্টিকর্তার পরীক্ষা হয়, তাদের অতি সাধারণ যাদুকরী কৌশল ও মিথ্যাচারের রূপকার বলে পরিচিত ।

কোন গ্রন্থ প্রত্যাদেশগ্রাগড বা ওহী হবার দাবীদার হলে তা অবশ্যই অলৌকিক হবে। ও খবণের দাবী যে কোন জঅময়ে সে যুশের মাশকাঠিতে সহজেই পরীক্ষনীয় হওয়। উচিত । যুসলমানরা বিশ্বাস করে যে, কুরআন মানবতার

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ! 


Download pdf


Download pdf 2nd version


Download pdf 3rd version

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বেশি বেশি ভিজিট করুন, বন্ধুদের জানিয়ে দিন।

বই পড়ুন ~ জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।