2061-Odyssey 3-min

২০৬১ঃ ওডিসি থ্রি – আর্থার সি ক্লার্ক – মাকসুদুজ্জামান খান – 2061 Odyssey Three Bangla – Arthur C Clarke ফ্রি পিডিএফ ডাউনলোড | Free PDF Download

২০৬১ঃ ওডিসি থ্রি – আর্থার সি ক্লার্ক – মাকসুদুজ্জামান খান – 2061 Odyssey Three Bangla – Arthur C Clarke – এই বইটি ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এখনি! – Download free PDF all books from our PDF Library


Book Library

মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন –

পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ০১)

তাই আমরা আমাদের এই ছোট উদ্যোগটি নিয়েছি সকল প্রকার বই সমূহকে আপনাদের সামনে উপস্থাপন করার। জানি আমরা দুর্বল, তবে আল্লাহ তো সর্বশক্তিমান! তিনি চাইলে কি না পারেন। তার উপর ভরসা করেই এই ওয়েবসাইট চলতে থাকবে ইনশাআল্লাহ! আপনাদের যদি কোনো ইবুক দরকার হয়, কোনো বইয়ের পিডিএফ দরকার হয় যা অনলাইনে এখনো হয়তোবা আসেনি, আমরা ইনশাআল্লাহ সেই বইয়ের পিডিএফ করে যত দ্রুত সম্ভব আপলোড দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 

2020 New PDF Books Download Free Bangla Library Online Database, EPUB, Mobi, Etc. Formats too be added in future!

২০৬১ঃ ওডিসি থ্রি – বইটির এক ঝলকঃ

“সত্ুর বছরের বুড়োদের তুলনায় তোমার শরীর অনেক অনেক ভাল” মেডকমের চূড়ান্ত প্রিন্ট আউট থেকে চোখ তুলে বলল ড. গ্রাজনভ, ‘আমিতো তোমার বয়স পয়ষন্টিরও কম বলতাম ।’

“বড় খুশির খবর, ওলিগ। বিশেষত আমি খন কাটায় কাটায় একশ ভিন বহর পেরিয়ে এসেছি, তুমিতো ভাল করেই জান।’

‘এইযে, আবার শুরু। যে কেউ ভাববে তুমি প্রফেসর রুডেস্কোর বইটা কখনো পড়ে দেখনি।”

“ডিয়ার ওল্ড ক্যাথেরিনা। ওর শততম জন্মদিনে আরেকবার সবাই একত্র হওয়ার প্যান করা যেত। কিন্তু ও কখনোই এমন কোনো ব্যবস্থা করতে পারেনি। পৃথিবীতে বেশি বেশি সময় ব্যয় করার এ এক ঝট ।’

একেই বলে ভাগ্যের পারহাস। অথচ ও-ই সেই বিখ্যাত উক্তির জননী, “মাধ্যাকর্ষণই বার্ধকা টেনে আনে।”

ডট্টর হেউড ফ্লুয়েড চিন্তারিষ্ট চোখে তাকিয়ে আছে অনিন্দ্য সুন্দর গুহের চির রয় লট ছবি দিক, রা কিলোমিটার দে সি তার সবুজ শৈশব, দুর্দম তারুণ্য আর অপ্রতিন্থ কর্মজীবন কেেগেখানেই আর কনো দে ইত পারবে নারে ডাগর আনি পরিহাস জীবনের সবচে বোকামিপূর্ণ দুর্ঘটনার পরও শক্ত-সমনর্জীহে অথচ তার পুরনো বন্ধুদের প্রায় সবাই চলে গেছে পরপারে । বি

মাত্র স্াধানেক আগে সে পৃথিবীতে ফরেক্র্িল। কাছের মানুষেরা তো সব সময় সাবধান করতোই, সে নিজেও ছিল সতর্ক। তাছাড়া স্পেস ভ্রমণ এক জীবনে কম তো করেনি! এমন কিছু তার ক্ষেত্রে হতেই পারে না! কিন্তু বিধি বাম। দোতলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে বেশ কয়েকটা হাড় ভেঙে যায়। (হ্যা, সে ছিল এক সেলিবিটি, খ্যাতিমান অভিযাত্রী । লিওনভ যে নতুন পৃথিবীতে ফিরে এসেছে সেই দুনিয়ার সেও এক হিরো) তারপর হাড়ের ভাঙুনগ্ুলো জারো৷ জটিল হয়ে গড়ে, পান্তর* স্পেস হসপিটালের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় ছিল না।

সেসব ২০১৫ সালের কথা । আর আজ… তার বিশ্বাসই হয় না, কিন্ত দেয়ালের ক্যালেন্ডারই বলছে, ২০৬১ সাল।…

উপরে উল্লেখিত বইটির ফ্রি পিডিএফ ডাউনলোড করুন নিচের ডাইরেক্ট লিঙ্ক থেকে। যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন।

লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট ডাউনলোড হবে ইনশাআল্লাহ! ধন্যবাদ।


Download pdf

প্রতিদিন নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে। আপনি যদি বই পিপাসু হয়ে থাকেন এবং আপনার যদি ইসলামিক কিংবা অন্যান্য বই পড়ার আগ্রহ থাকে, তবে আমাদের ইমেইল লিস্টে সাবস্ক্রাইব করে রাখুন, বই আপনার কাছে পৌছে কড়া নাড়বে। শেয়ার করুন আমাদের সাইটটি সবার সাথে! প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এর বেশি কিছু চাইনা আপনাদের কাছে! Free PDF Boi Dot Com

আমাদের সাইটের নাম মনে রাখতে চাইলে সেভ করে রাখুন, কিংবা বুকমার্ক করে রাখুন। বই পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন!

You May Also Like

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।